মরনের পরে ( প্রকাশিত ১ম কাব্যগ্রন্হ থেকে)

নিজস্ব প্রতিবেদক

মোঃ কামরুল ইসলাম।

আমার মরনের পরে
আমি আর আসিব না,এই পৃথিবীর বুকে-
অনেক ইচ্ছা,অনেক অাখাঙ্খা নিয়ে,সবুজ পৃথিবীতে
তোমাদের ভীড়ে।

আমার হৃদ স্পন্দন থেমে যাবে একদিন
ঐ দিন মাটি খুঁজে ফিরবে দেহের তালাসে
গোরস্হানে থেমে থেমে নিয়ে যাবে আমার লাশ
প্রথম ছোঁয়া লেগেছে,আমার যে বাঁশ বাগানে
সেই বাঁশ বাগানের তলে।

ভালবেসে যারা দিয়েছিল চুম্বন ললাটে
ছায়ার মত ছিল যারা আমার আশে পাশে
খুঁজবে কি তারা আমাকে
আমার মরনের পরে।

এই পৃথিবীর আলো আঁধারে
আমিও বাসা বেঁধেছিলাম তাদেরই পাশে
প্রিয়ার মত ভালবেসে-
আমার এই দেহের প্রতি যাদের অব্যক্ত পিপাসা ছিল
যারা ছুঁয়ে আমাকে উঞ্চ হত সরাক্ষণ
তারা কি খুঁজবে আমাকে
আমার মরনের পরে।

মাটির প্রচন্ড চাপে,আমার দেহ যাবে হারিয়ে
এই মাটির তরে
আমি ও একদিন শুনেছিলাম,শিশিরের গান
তারা ভরা রাতে,মাঝরাতে বসে,আকাশ তলে
প্রিয়ার ঠোঁটে পেয়েছি ধারালো চুম্বনের স্বাদ।

বুকের দু ভাঁজে মাথা রেখে বলেছিল
যেয়ো নাকো একা ফেলে আমায়
সেই প্রিয়া খুঁজবে কি আমায়
আমার মরনের পরে।

জানি না, জানি না
এই পৃথিবীর রঙ্গমঞ্চে অভিনয় করেছি
আমি সারাটি জীবন ভর-
কখন যে কেটে গেল বেলা
জানি না,জানি না-
দয়া করো প্রভু
আমি আজ সম্পূর্ন একা।

ভালবেসে করতে পারেনি কারও
হৃদয় আমি জয়
আমি কান্ডারী-তোমার দু কুলে
আজ আমার ভাঙ্গা তরীটি ভিড়াও।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত