
ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি টেকনাফ উপজেলা শাখার সাত (০৭) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না এই কমিটি অনুমোদন করেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
কমিটিতে সভাপতি হয়েছেন- সাবেক ছাত্রনেতা এড. মু. হাসান ছিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসেম সিআইপি, সহ-সভাপতি মৌলভী ফরিদ উদ্দীন ফারুকী, সহ-সভাপতি নূরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহাদত হোসেন, যুগ্ম-সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এড. ছলিমুল মোস্তফা।