বারৈয়ারহাটে অগ্নিকান্ডে পৌর মেয়র ভিপি নিজামের ঘর সহ ১০ বসতঘর পুড়ে ছাই ক্ষতি ২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

নুর নবী রাসেল.মিরসরাই প্রতিনিধি

আগামী ১৫ তারিখে মেয়ের বিয়ে তাই আনন্দের কমতি ছিলনা বাবার চোখে মুখে এরই মধ্যে বিয়ের সব কিছু কেনাকাটা করে রেখেছিলেন ঘরের মধ্যে। কিন্তু আগুনের লেলিহান শিখা তা আর হইতে দেয়নি কেড়ে নিল সেই শেষ সম্বলটুকু। পুড়ে ছাই বিয়ের জন্য রাখা ৫ ভরি স্বর্ণলঙ্কার ক্যাশ ২ লাখ টাকাও। সব কিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছেন নুর আলম।
গত শনিবার রাতে ঘরের মধ্যে লাগা আগুনে কেড়ে নিয়েছে স্বপ্ন। লেলিহান আগুনের শিখা থেকে বাচাতে ঘরের মধ্যে থাকা আসবাবপত্র,ফার্ণিচার সহ আগুন থেকে বাচাতে পারেননি পাকের ঘরও। কিভাবে যে মেয়ের বিয়ে দিবেন তার দুশ্চিন্তার শেষ নেই বাবা নুর আলমের। শনিবার (৩১শে আগষ্ট) দিবাগত রাত ২ টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জামালপুর এলাকার শেখ কলিম উদ্দিন ক্বারী সাহেবের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৪ টি বসতঘর পুড়ে যায়। এতে ২ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। বারৈয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিনের ঘর,নুর আলমের ঘর,মাহমুদু্ল হকের ঘর এবং খান সাবের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। শেখ জাহির জানান, রাত ২ টার দিকে আগুন লাগে কোন কিছু বুঝে উঠার আগে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘর গুলোতেও লেগে যায়। আগুনে ফ্রীজ ৩ টা,আলমারি ১২ টা,ওভেন ১ টা সহ ঘর ভর্তি মালামাল পুড়ে সব কিছুই পুড়ে যায়।
এ সময় তিনি আরো বলেন, আগুল লাগার মুহুর্ত্বের মধ্যে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হওয়ার কারণে আগুন পুরু ঘরে ছড়িয়ে পড়ে। তবে কিভাবে যে আগুনের সূত্রপাত তা জানাতে পারেননি তিনি। আগুন নিভাতে গিয়ে শাহানাজ পারভীন এ্যানি,মোঃ আসলাম, মোঃ ইকবাল এবং চান্দু মিয়া প্রমুখ আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নুর আলম বলেন, মাত্র ২ সপ্তাহ পর আমার মেয়ের বিয়ে। বিয়ের জন্য আমরা সব বাজার করেছিলাম। বিয়ের খরচের জন্য ঘরে ক্যাশ ২ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণলঙ্কার রেখেছিলাম কিন্তু আগুনের লেলিহান শিখা আমার সব কিছু কেড়ে নিয়েছে পরনের লুঙ্গি ছাড়া কিছু বাচাতে পারেননি তিনি।
আগুন লাগার পর স্থানীয় লোকজন এবং মিরসরাই ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় কিন্তু ততক্ষনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত