
ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল টেকনাফ উপজেলার উদ্যোগে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ঝামকালো আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল সভাপতি গিয়াস উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান আওয়ামীলীগ স্বৈরচারী হাসিনা সরকার পিতার পদাঙ্ক অনুসরণ করে গণতন্ত্রের ছ্দ্মাবরণে সৈরতন্ত্রে লিপ্ত হয়ে দেশের সর্বদলীয় গনতন্ত্রকে টুটি টিপে হত্যা করেছে। শেখ মুজিব কর্তৃক প্রণীত একদলীয় বাকশাল থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রে ফেরাতে শহীদ জিয়া প্রতিষ্ঠা করেছিল আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বর্তমানে দেশের গনতন্ত্র পুণরুদ্ধারে এবং গণতন্ত্রের মুর্ত প্রতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ প্লাটফর্মে দূর্বার আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণসম্পাদক শাহাদত হোসাইন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড. সেলিমুল মোস্তফা, সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ আলী মেম্বার, হ্নীলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলী আহমদ মেম্বার, বাহারছড়া উত্তর বিএনপির আহবায়ক আবদুল হক মেম্বার, বাহারছড়া (দক্ষিন) বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ আহমদ, সাবরাং বিএনপির আহবায়ক মৌলভী আবদুল গফ্ফার, হোয়াইক্যং উত্তর বিএনপির সাধারন সম্পাদক হাজী ফিরোজ আহমদ, হ্নীলা উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফরিদ বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ উসমান, উপজেলা যুবদলের সহ সভাপতি রফিকুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সাঃ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক নুরুল হুদা, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ হারুন, যুগ্ন – সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ আনিম, হ্নীলা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ হারুন প্রমুখ।