
মোঃ নাজমুল সাঈদ সোহেল চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যুর হয়েছে। ৩১ আগস্ট (শনিবার) সন্ধ্যা থেকে চকরিয়া উপজেলায় প্রচুর বজ্র বৃষ্টি হয়। পাশাপাশি উপজেলা জুড়ে জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বজ্রপাতে ২ জনের মৃত্যু ঘটে।তারা হলেন উপজেলার পাগলিরবিল ৮নং ওয়ার্ডের রামহরি মল্লিকের স্ত্রী শেলী মল্লিক(৫১) অপরজন হলো উপজেলার দক্ষিণ বালুচর ৬ নং ওয়ার্ডের নূর আহম্মদ ঠান্ডুর ছেলে নুরুল আবছার (৩৭)।
চকরিয়া থানা সূত্রে জানা যায়, বজ্রপাতে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন থানার তদন্ত ওসি একে এম সফিকউল্লাহ চৌধুরী।