কাপ্তাই ওয়াগ্গা ছাত্রলীগ সভাপতি নিউচিং মার্মার অকাল মৃত্যু : সর্ব মহলে শোক।। ঝুলন দত্ত, কাপ্তাই।।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগ কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নিউচিং মার্মা(২৫) সোমবার ( ২ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সে সপ্তাহখানেক ধরে ভাইরাস জ্বরে আক্রান্ত ছিল। সপ্তাহখানেক আগে তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরবর্তীতে গত শনিবার (৩১ অাগস্ট) তাকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বাড়ী যাওয়ার পথে আজ( সোমবার) সকাল ৯ ঘটিকায় সে মৃত্যুবরণ করেন। এদিকে তার অকাল মৃত্যুতে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক এ আর লিমন গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত