
বিশু তনচংগ্যা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকি এবং জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ জাতির জনকের প্রতিকৃতিতে পু্ষ্পস্তবক অর্পন,শোক র্যালী, আলোচনা সভা এবং রচনা ও বক্ততা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। সকাল ১০ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনকের প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পু্ষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসুচী শুরু হয়। এরপর একটি শোক র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সভাপতিত্বে জাতির জনকের জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সাংবাদিক ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাই, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। আলোচনা সভায় জাতির জনকের জীবন ও কীর্তির উপর বক্তব্য রাখেন ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা কৃষকলীগ এর সাধারণ সম্পাদক শামসুজ্জামান, যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক এবং ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন। পরে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রধানমন্ত্রীর তহবিল হতে গত ১৫ এপ্রিল ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ রাইখালী বড়পাড়ার ৫২ টি পরিবারের সদস্যের মাঝে ৫ হাজার টাকা এবং যুব উন্নয়ন অধিদপ্তের উদ্যোগে ৯ জন যুবক যুবতীদের মধ্যে ৩ লাখ টাকার চেক বিতরন করা হয়।