রাজস্থলীতে বিনামূল্য আনসার ভিডিপি কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানে চারা গাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

রাজস্থলীতে বিনামূল্য আনসার ভিডিপি কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানে চারা গাছ বিতরণদ

বিশু তনচংগ্যা
কাপ্তাই,চন্দ্রঘোনা,রাজস্থলী,(রাঙ্গামাটি) প্রতিনিধি।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা গাছ বিতরণ ও রোপন করেছে উপজেলা কোম্পানি কমান্ডার মোঃ আউয়াল হোসেন এর নেতৃত্বে ভিডিপি বাহিনি।

নিজস্ব একটি সবুজ হটি কালচার নার্সারির মাধ্যমে তিনি এই চারা গুলো উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ ও রোপন করেন।

গত ১২ ই আগষ্ট হতে ১৪ ই আগস্ট পর্যন্ত তিনি বিনামুল্যে চারা গাছ বিতরণ ও রোপন অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

সম্প্রতি সবুজ নার্সারির উপরে আনসার ভিডিপি অধিদফতর হইতে মহামান্য রাষ্ট্রপতির নিকট হতে উপজেলা কোম্পানি কমান্ডার মোঃ আউয়াল হোসেন স্বর্ণ পদকে
ভূষিত হন। তারই ধারাবাহিতায় গাছ লাগান পরিবেশ বাঁচান প্রতিপাদ্য নিয়ে চারা গাছ বিতরণ ও রোপন করে চলেছেন তিনি।

সমাজের নানা ভালকাজ গুলোতে তিনি প্রায় সময় অগ্রণী ভুমিকা রেখে আসছেন বলে অনেকের দাবি।
রবি,সোম,ও মঙ্গলবার, তিন দিন যাবৎ বাঙ্গালহালিয়া কলেজ,বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ সহ আরো অনেক গুলো ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে বিনামুল্যে চারা দেওয়ার কথা রয়েছে বলে আনসার ভিডিপি’র পিসি মোঃ আব্দুর রাজ্জাক জানান,
উক্ত চারা গাছ গুলো বিতরণ ও রোপন করার সময় উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থোয়াইসুইখই মারমা, বাঙ্গালহালিয়া কলেজের হিসাব বিজ্ঞান শাখা’র প্রফেসর রনজিৎ কুমার রায়, রসায়ন বিজ্ঞাণের প্রফেসর জয়তুন নূর বেগম, বিজ্ঞান বিভাগের প্রদর্শক উনুমং মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইখ্যাইমং মারমা, সহ সকল বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
এসময় উপজেলা আনসার ভিডিপির কোম্পানি কমান্ডার মোঃ আঃ আউয়াল বলেন, তিনি সব সময় সরকারি কাজ সহ বিভিন্ন আত্মসামাজীক কর্মকান্ডে ভূমিকা পালন করে আসছেন,এবং সমাজের বিত্তবান ব্যাক্তিদের সামাজিক কাজে এগিয়ে আসার জন্য আহবান জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত