
আজকের কর্ণফুলী ডেস্কঃ
মোঃ মামুনুর রশিদ,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করে
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতার্ মোঃ খায়রুল আলম, বিটকর্মকর্তা নিশি কান্ত মালাকার, ইউ,পি চেয়ারম্যান
মোঃ সায়েম সবুজ, রহিম বাদশা, মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মাহমুদ ইউনিয়ন পরিষদ ও পুটিমারা ইউনিয়ন পরিষদ অংশ গ্রহন করে। খেলায় মাহমুদপুর ইউনিয়ন পরিষদ ট্রাইবেকারে ০৫-০৬ গোলে জয় লাভ করে ।