
কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাইয়ে ২নং রাইখালী ইউনিয়নের ২০১৮-১৯ অর্থ বছরের কাবিখা ও টিআর ২য় পর্যায় কর্মসুচীর অধীন সোলার প্যানেল স্থাপনের জন্য প্রতিষ্ঠান ও গরীব অসহায় পরিবারের প্রতি বিতরন করা হয়েছে। ইন্টগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এর বাস্তবায়নে ও সহযোগীতায় বৃহসপতিবার রাইখলী ইউপির কার্যালয়ে প্রতিষ্ঠান ও অসহায় দুস্থ পরিবারের মাঝে ৫০ ওয়ার্ট করে মোট ২১টি সোলার প্যানেল বিতরণ করা হয়। এসময় রাইখালী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামূল হক, ইউপি সদস্য সদস্যা এবং আইডিএফ এর কাপ্তাই ব্রাঞ্চ ম্যানেজার বিপন চাকমাসহ কাপ্তাই উপজেলা আওয়ালীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য অজয় কুমার সেন ( ধনা) এই সময় উপস্থিত ছিলেন ।