
আজকের কর্ণফুলী ডেস্কঃ
বিশিষ্ট শিক্ষানুরাগী জিকরের জাহান হারুর আজ ১৬
তম মৃত্যু বার্ষিকী।২০০৩ সালের এই দিনে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামস্হ মেডিকেল
সেন্টার ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যু কালে তিনি চার পুত্র এক কন্যা সন্তান রেখে যান।তিনি মানবাধিকার কর্মী, কবি ও লেখক মোঃ কামরুল ইসলামের মা। এই উপলক্ষ্যে আজ শুক্রবার,ও শনিবার মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল,এতিমদের মাঝে খাবার বিতরন সহ বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে।