আপনজন

নিজস্ব প্রতিবেদক

মোঃ কামরুল ইসলাম।

সন্ধ্যে নামে এখানে বারবার
আজি শহর থেকে আমি গাঁয়ে
খানিকটা পর আমি এগুবো শহরের পথে-
ভাবনা গুলো ভীড় করে আমার
মগজের শিরায়।

আমার জ্যোস্নার বনে আজ উঠেছে চাঁদ
সেই এক টানাপোড়ন
মনে হয় রয়ে যাব নদীর ধারে
এলোমেলো বাতাস,জারুল পাতার মস্ মস্ ধ্বনি
তবুও এখানে সন্ধ্যে নামে বারবার।
চেনা সেই নদীর কলকল ধ্বনি
চারদিকে নীরব,নিস্তেজ-
চিক্ চিক্ করে বালি,যেন ডুবন্ত নৌযান-
খুব উঁচু দিয়ে পাখি উড়ে যায়
মাটিতে পড়ে না তাদের ছায়া-
আজি ধুমঘাট ব্রীজ তলে,এখানে সন্ধ্যে নামে সন্ধ্যে নামে বারবার।
আমার নীরবতা ভাঙ্গে
ঝমঝম শব্দ,দীর্ঘদেহী ট্রেন
আমি শহরের পথে,আঁকা,বাঁকা সেই পথ-
শামীম,নাছির,ফারুক এরা কেউ আজ নেই
দীর্ঘ সেতু পাড়ি দিতে পারেনি এখনও,দীর্ঘ সেই পথ।

কখন যে রাত গড়িয়ে হয় ভোর
আমার জানা নেই-
সবাই গভীর ঘুমে,আমি আর তুমি আকাশের দিকে তাকিয়ে গুনছি হাজার তারা,কঠিন সেই পথ।
তুমি ছাড়া মনে হয় আজ সব কিছুই পুরাতন
দুধের সাধ ঘোলে মেটাতে সেইদিন কি যে কান্ড-
মধ্যরাত ভালবাসা ছুঁয়ে দেখতে
হেঁটেছি আমি নয়টি মাইল
দুই ঠোঁটের প্রচন্ড উত্তাপ
ভয়ন্কর ফুঁসে উঠেছে সমুদ্রের নীল জল-
দৃষ্টি রাখছে চোখ,চোখের উপর
তোমাকে দেখলাম আজ
বহুদিন পর —
তুমি আজ তবে একাকিনী নও।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত