
নুর নবী রাসেল.মিরসরাই
দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আছে মুহুরী প্রজেক্ট টেকেরহাট সড়ক। এই সড়কটি ইছাখালী ইউনিয়ন বাসীর জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। এই সড়ক দিয়ে প্রতিদিন সিএনজি চালিত অটোরিক্সা, পি কাপ গাড়ী সহ অনেক যানবাহন চলাচল করে কিন্তু সড়কের এমন অবস্থার কারণে তারাও পড়েন বিপাকে। সড়কটির দূরর্ত্ব মুহুরী প্রজেক্ট থেকে টেকেরহাট পর্যন্ত ৩ কি:মি:।সম্পূর্ণ সড়ক ভাঙ্গন,খানা খন্দ এবং বড় বড় গর্তের কারণে এই এলাকার মানুষদের কষ্টের সীমা থাকেনা। ১২ বছর ধরে সড়কটি সংস্কার না হওয়ার কারণে দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগের ব্যাবস্থা। এমনিতে চলাচলের অযোগ্য অন্যদিকে মরার উপর খাড়ার গা হয়ে দাড়িয়েছে বৃষ্টি। বৃষ্টি হলে এই সড়ক দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে এখানকার মানুষদের। ইমাজেন্সী রোগী এবং ডেলিভারী রোগী নিতে কষ্ট হয়ে পড়ে এই সড়ক দিয়ে। সড়কে বড় বড় গর্ত হওয়ার কারণে ঠিকমত চলছেনা গাড়ি গুলিও। এছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীরাও এই সড়ক দিয়ে যাওয়া আসা করতে কষ্ট করে। একমাত্র সড়কের এমন অবস্থার কারণে সড়কটির সংস্কার না হওয়ায় আগামীতে এই সড়ক দিয়ে যাওয়া আসা র গাড়ী গুলো দূর্ঘটনার পতিত হতে পারে বলে মনে করেন, এলাকার সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। বৃষ্টির সময় এই সড়ক দিয়ে যাওয়া আসা করা কষ্টসাধ্য হয়ে পড়ে। বৃষ্টি হলে সড়কের মধ্যে কাদাযুক্ত হয়ে পড়ে ফলে হাটা চলা করতে পারেনা এখানকার সাধারণ মানুষেরা অন্যদিকে সড়কের এমন বেহাল দশার কারণে ব্যাবসায়ীদেরও কষ্ট হয়ে যায়। কিন্তু মানুষের এত দূর্ভোগ ও ভোগান্তির পরও কেন এই সড়ক সংস্কার হচ্ছেনা সেই প্রশ্ন এখন সাধারণ মানুষের। এলাকা বাসী র দাবী সংশ্লিষ্ট কর্মকর্তা জনপ্রতিনিধি কাছে উক্ত সড়ক মেরামতের ব্যবস্হা করার উদ্যোগ নেওয়ার। সড়কটি সংস্কারের জোর দাবী জানালেন ইছাখালীবাসী। তারা বলেন, সড়কটি ১২ বছর ধরে সংস্কার না করার করণে এই ইছাখালী বাসীর কষ্ট দূর্ভোগ ও ভোগান্তির শেষ নেই। কিন্তু এভাবে চলতে থাকলে আগামীতে এই সড়ক দিয়ে যাওয়া আসা বন্ধ হয়ে যাবে। আমরা চাই এই সড়কটি সংস্কার করার জন্য আর তাই আমরা ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল মোস্তফার প্রতি বিনীত অনুরোধ জানায় সড়কটি অতি শীঘ্রই যেন সংস্কার করা হয়।