
আজকের কর্ণফুলী ডেস্কঃ
রাঙ্গামাটির ফুটবল প্রেমিদের নিয়ে গেট-টুগেদার এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি ফুটবল ফান্স গ্রুপ অব বাংলাদেশ একটি প্যানেল ফুটবল প্রেমীদের নিয়ে কাজ করে যাচ্ছে। আজ শনিবার রাঙ্গামাটির কাউখালী উপজলায় বেতবুনিয়া ভিআইপি লারং রেস্টুরেন্টে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে এডমিন প্যানেলের আহব্বায়ক ডেবিট মাদ্রিক এর পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের এবং বাংলাদেশ লীগের সেরা খেলোয়ার ও বর্তমান বসুন্ধোরা ক্লাবের খেলোয়ার চৌমরিন রাখাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনী দলের সেরা মিডফিল্ডার মোঃ হানিফ, ব্রাজিলীয়ান্ত ডাই হার্ড ফ্যান গ্রুপ প্যানেলের সদস্য ইঞ্জিনিয়ার উচিং থোয়াই সম্রাট, ফুটবল এর ডাই হার্ড ফ্যান প্যানেলের সদস্য হেনথ্যান রাখাইন ও কাপ্তাই উপজেলার ফ্রেন্ড’স সার্কেল ক্লাব এর প্রতিষ্ঠাতা এবং দোয়েল টিভির রিপোর্টার বিশু তনচংগ্যা, রাঙ্গামাটি ফুটবল ফান্স গ্রুপ অব বাংলাদেশ এর প্যানেলের উপদেশটা এবং বেতবুনিয়া ফ্যাশন পার্ক এর প্রতিষ্ঠাতা ও ব্যাংক এশিয়ার ম্যানাজার মোঃ সালাহ উদ্দিন আরিফ,বেতবুনিয়া লারং ক্যাপে পরিচালক আনুমং চৌধুরি, প্যানেলের সদস্য মিটুন চাকমাসহ আরো অনেকেই। এসময় ফুটবল একটি অান্তর্জাতিক জনপ্রিয় খেলা কে আরো একধাপ এগিয়ে নিতে ও ফুটবলের উপর গুরুত্ব দিয়ে কাজ করে যেতে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত জাতীয় দল থেকে আসা চৌমরিন রাখাইন জানান- ফুটবল প্রেমীদের মধ্যে কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ জার্মানি এমন ভক্ত হয়ে থাকতে পারে কিন্ত এসব নিয়ে যাতে কোন প্রকার সমস্যা না হয় সেভাবে নিজেকে ফুটবলের প্রতি আগ্রহ বাড়িয়ে ফুটবলের প্রেমী হয়ে উঠতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনুমং চৌধুরি, মোঃ আরিফ, বিশু তনচংগ্যা, উচিংথোয়াই মার্মা সহ আরো অনেকেই। এসময় আরো উপস্থিত অতিথি ও অন্যাদের নিয়ে ফুটবল বিষয়ে কুইজ প্রতিযোগীতা ও শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।