
আজকের কর্ণফুলী ডেস্কঃ
আজ চট্টগ্রাম ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলায়তনে চট্টগ্রামস্হ গুলজার টাওয়ার-প্রসিড অনের উদ্যোগে কানাডা ও অন্যান্য দেশে বহির্গমন বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়। মোঃশাহ আলম টিপুর সুন্দর সঞ্চালনায়”প্রসিড অন”ব্যবস্হাপক অধ্যাপক সামশাদ সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কানাডা থেকে আগত আন্তর্জাতিক বর্হিগমন বিশেষজ্ঞ মি.কুমেন।
আন্তর্জাতিক বহির্গমন বিশেষজ্ঞ মি.কুমেন কে ফুল দিয়ে বরন করেন”প্রসিড অন” এর ব্যবস্হাপনা পরিচালক ও সিইও এ,কে ,এম নূরুল বশর সুজন।
উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে ও বক্তব্য রাখেন প্রসিড অনের ব্যবস্হাপনা পরিচালক ব্যবস্হাপক অধ্যাপক একে এম নুরুল বশ সুজন। এতে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী,লেখক ও “আজকের কর্ণফুলী”র সম্পাদক মোঃ কামরুল ইসলাম।বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সমন্বয় কারী( চট্টগ্রাম)মোঃ মেজবাহ উদ্দিন তুষার। প্রধান অতিথি তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে উপস্হিত প্রায় ২ শত শিক্ষার্থীকে আলদা আলাদা ভাবে উচ্চ শিক্ষা ও মাইগ্রেন্টের ক্ষেত্রে বিশদ আলোচনা করেন।এতে প্রত্যেকে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে একেএম নুরুল বশর সুজন বলেন” প্রসিড অন ২০০৪ সাল হতে উচ্চ শিক্ষার্থে চট্টগ্রাম সহ সারাদেশে ছাত্র ছাত্রীদের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করেছে।অনেক ছাত্র ছাত্রী ও অভিভাবক বিভিন্ন প্রতারনা ও সেবা নিয়ে প্রশ্ন তুললে ও সেদিক থেকে প্রসিড অন দীর্ঘ ১৬ বছর সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। গত ১৬ বছর পৃথিবীর বিভিন্ন দেশে ছাত্র ছাত্রী বিভিন্ন কলেজ বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে প্রেরন করে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করেছে।বিশেষ অতিথি মোঃ কামরুল ইসলাম সুন্দর এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং প্রসিড অনের মাধ্যমে আগামীতে ছাত্র ছাত্রীরা তাদের পছন্দের যেতে গিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন। এই ছাড়া উক্ত অনুষ্টানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। অতিথি হিসাবে উপস্হিত থেকে কৌতুক পরিবেশন করেন সবুজ পাতা ম্যাগাজিন এর সম্পাদক ও এন টিভি হাশো এর কমেডিয়ান তসলিম হাসান হৃদয়।