
কাপ্তাই প্রতিনিধিঃঃ
কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কর্ণফুলী সরকারী কলেজ প্রাঙ্গণে ২’শত শিক্ষার্থীর বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় করলেন কাপ্তাই উপজেলা ব্লাড ব্যাংক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১’টায় কাপ্তাই উপজেলা ব্লাড ব্যাংকের এডমিন বাবলু বিশ্বাস অমিত, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগীতায় এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উক্ত ব্লাড ব্যাংকের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কর্ণফুলী সরকারী কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাদির আহমেদ, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, কলেজ উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দীন, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক এডমিন হাবিবুর রহমান হাবিব, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন ও কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক এ.আর লিমন।
এসময় শিক্ষার্থীরা অতি উৎসাহে নিজ, নিজ রক্তের গ্রুপ বিনামূল্য নির্ণয় করতে দেখা যায়। কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদের প্রতি জনের রক্তের গ্রুপ জানা একান্ত প্রয়োজন বলে মন্তব্য করে। শিক্ষার্থী উমেচিং, সাইফুল, হোসনে আরা আরোও অনেকে কাপ্তাই উপজেলা ব্লাড ব্যাংকের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।
ফটো ক্যাপশনঃ কাপ্তাইয়ে ব্লাড ব্যাংকের রক্ত পরিক্ষা কার্যক্রম উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।