সমুদ্র জলে।

নিজস্ব প্রতিবেদক

মোঃ কামরুল ইসলাম।

কোন এক মেঘলা কোণে ভালবেসে ইজারা দাও
আমায় মাত্র কয়েকটি বছর
তোমার সেই লালিত ভূমি –
প্রতিটি ক্ষণে আমার নিঃশ্বাস থেমে যায়
লালিত ভুমির মন মাতানো হাওয়ায়।
আমি ভালবাসি তোমায়-
ভালবাসি স্মৃতির যন্ত্রনা,গভীর অন্ধকার রাত্রি,রাত্রির নিবিড় স্পর্শ।
স্বর্গীয় জোৎস্না,চৈত্রের হাওয়া সেই টুকরো,টুকরো কথা কানে ভেসে আসে
সেই মুখ,ক্লান্তি,বিষন্নতা,দুরের আলোকিত জাহাজ
শরীরে তীব্র শিহরণ জাগে লালিত সেই ভুমির নেশায়।
তোমার উর্বর ভুমির সেই বিছানায় –
ঘুমিয়েছি আমি কতকাল, ইচ্ছাকে শাসন করে
সেদিন থেকে আমার আর কোন বিছানা নেই,নেই বাসা
সমুদ্রের ঝড়ে দিক বেদিক ছুটে চলি,নেই কোন বন্দর
শুধু হতাশা-
আঙ্গুল বাড়িয়ে ভালবেসে ছুঁয়ে দাও আমার শরীর
সমুদ্র জলের ব্যতিক্রম হাওয়ায়।
সমুদ্রের নোনা জল খেয়ে হারিয়েছি আমি সর্বস্ব
স্বপ্নের ভিতর তোমাকে খুঁজি,সত্য নেই জানা-
বালি, জলোচ্ছাস,ফেনায় কাটে না অনন্ত সময়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত