মাদক নির্মূলে বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক নুরুল হোসাইন

নিজস্ব প্রতিবেদক

ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সাংবাদিক নুরুল হোসাইন কে বিশেষ সম্মাননা স্মারক হাতে তুলে দিলেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম) শনিবার ২৮ শে সেপ্টেম্বর কক্সবাজার জেলা পুলিশ কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিংয়ের সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে টেকনাফ উপজেলায় মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম) এর হাত থেকে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করছেন, টেকনাফ পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক,টেকনাফ সাংবাদিক ইউনিটি’র সাধারণ সম্পাদক,দৈনিক তৃতীয় মাত্রার টেকনাফ প্রতিনিধি, দৈনিক কক্সবাজার বাণী’র টেকনাফ অফিস ইনচার্জ ও সাংবাদিক নুরুল হোসাইন। এসময় উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলার ইউএনডিপির কনসালটেন্ট ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু বক্কর (পিপিএম), ইউএনডিপি দাতা সংস্থার কনসালটেন্ট সৈয়দ ফয়সাল আহমদ,টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, কক্সবাজার জেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর চৌধুরী মোহাম্মদ খালিদ হোসেন এরশাদ,টেকনাফ মডেল থানার তদন্ত ওসি এবিএম এস দোহা ও পরিদর্শক (অপারেশন) রাকিবুল ইসলাম খান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত