কাপ্তাই এ ৬১ লিটার চোলাই মদ সহ ৩ নারী মাদক পাচারকারী আটক।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলা হতে প্লাস্টিকের ব্যাগে অবৈধভাবে ৬১ লিটার চোলাই মদ পাচারকালে কাপ্তাই থানা পুলিশ সোমবার(৩০ সেপ্টেম্বর) সকাল ৭.১৫ মিনিটে উপজেলার রেশমবাগান পুলিশ ফাঁড়ি সংলগ্ন ১০০ গজ উত্তরে কাপ্তাই সড়কে তল্লাশি চালিয়ে ৬১ লিটার চোলাই মদ সহ ৩ জন নারী মাদক পাচারকারীকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা এক পুরুষ মাদক পাচারকারী পুলিশ দেখে দ্রুত পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন এবং উপ পরিদর্শক গাজী মোহাম্মদ মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স সহ এই ৩ নারী মাদক পাচারকারীকে আটক করে কাপ্তাই থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলেন আসমা বেগম নাছিমা(৪৫) স্বামী মৃত আব্দুর রব ডবলমুড়িং চট্রগ্রাম, জেসমিন আক্তার সাথী(৪৩) স্বামী মৃত – কামাল, রাইখালী বাজার, চন্দ্রঘোনা এবং মো: রাসেল মিয়া( শান্তা হিজড়া) পিতা :আবুল কাসেম, খুলশী, চট্রগ্রাম। আটককৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, উক্ত দেশীয় তৈরী চোলাইমদ চট্রগ্রাম শহরের মিস্ত্রি পাড়ার মাদক ব্যবসায়ী বাবুল মিয়া এবং মনা বেগমের টাকায় মাদকগুলো ক্রয় করে তারা চট্রগ্রাম নিয়ে যাচ্ছেন। এই ব্যাপারে জানতে চাইলে কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার এই প্রতিবেদককে জানান, মাদকের উৎস, অর্থদাতা এবং যোগানদাতাদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান পরিচালনা করা হবে। কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন জানান, কাপ্তাই এ মাদকের বিরুদ্ধে আমি ইতিমধ্যে জিরো টলারেন্স ঘোষনা করেছি, কেউ মাদক ব্যবসা করে ছাড় পাবেনা। এদিকে আটককৃতদের বিরুদ্ধে কাপ্তাই থানার উপ পরিদর্শক গাজী মোহাম্মদ মোরশেদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(খ)/৪০ ধারায় কাপ্তাই থানায় মামলা করে রাংগামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত