টেকনাফে বিজিবি-বিজিপির রিজিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষীবাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ই অক্টোবর সকাল ১১ টায় টেকনাফে সমুদ্র সৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রিসোর্ট’ এর সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি ও বিজিপির রিজিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ইয়াবা প্রতিরোধ, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান, অবৈধ অনুপ্রবেশ রোধ ও দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। প্রায় সাত ঘন্টাব্যাপী দুই দেশের সীমান্তরক্ষীবাহিনীর পতাকা বৈঠক শেষে সন্ধ্যা ৬ টায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি দলের প্রধান ও কক্সবাজার রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল সাজেদুর রহমান বিজিপি’র প্রতিনিধি দলের উপস্থিতিতে প্রেস ব্রিফিং করেন ।
এর আগে বৈঠকে অংশ নিতে মিয়ানমারের ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল মিং টু এর নেতৃত্বে সে দেশের ১৪ সদস্যের প্রতিনিধি দল সকাল সাড়ে ৯ টায় টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটে পৌঁছান। সেখানে থেকে সেন্ট্রাল রিসোর্টে বৈঠকে যোগ দেয়। বৈঠকে বিজিবির পক্ষে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান ছাড়াও টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান, ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ, রামু সেক্টর ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জাহিদুর রহমান ও ২ বিজিবির অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর রুবায়ৎ কবির উপস্থিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত