রাইখালী ইউনিয়নে আ’লীগ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি মংক্য মারমা, সম্পাদক ইউসুফ তালুকদার।

নিজস্ব প্রতিবেদক

।কাপ্তাই প্রতিনিধিঃঃ

কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়ন শাখার আওয়ামীলীগের সভাপতি পদে মংক্য মারমা ও সাধারন সম্পাদক পদে মোঃ ইউসুফ তালুকদার পুনরায় নির্বাচিত হয়েছেন। ১৬ই অক্টোবর বুধবার কাপ্তাইয়ে ২নং রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আ’লীগের ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আলীগের সভাপতি মংক্য মারমা। ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুপ তালুকদার এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আ’লীগের সহ সভাপতি চিংকিউ রোয়াজা, বিশেষ অতিথি রাঙ্গামাটি জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ আবদুল মতিন, রাঙ্গামাটি জেলা আ’লীগের শ্রম সম্পাদক মোঃ হানিফ, রাঙ্গামাটি জেলা আ’লীগের সদস্য মোঃ জাহেদ আকতার, রাঙ্গামাটি জেলা আ’লীগের সদস্য মোঃ আনোয়ার হোসেন বাচ্চু এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুছাইন চৌধুরী, সম্মেলনের প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন কাপ্তাই উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা ও বিশেষ বক্তা রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আলীগ নেতা মোঃ এনামুল হক উপস্থিত ছিলেন। সম্মেলনে আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে ২য় পর্যায়ে সভাপতি পদে মংক্য মারমা ও সাধারন সম্পাদক পদে মোঃ ইউসুপ তালুকদারকে পুনরায় নিবার্চিত করে ৬৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন শাখার আলীগের কমিটি করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত