চকরিয়ার মাদকাসক্ত আপন ভাইকে পুলিশের হাতে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন কাউন্সিলর জিয়াবুল

নিজস্ব প্রতিবেদক

মোঃ নাজমুল সাঈদ সোহেল
চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি :

মাদকাসক্ত আপন বড় ভাইকে পুলিশের হাতে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চকরিয়া পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব জিয়াবুল হক।অপরাধ করলে নিজের রক্তের ভাইয়ের সাথেও আপোষ নাই কর্মের পরিধি দিয়ে প্রমাণ করে দিলেন কাউন্সিলর। চল যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে,এই অভিযান ও শ্লোগানকে সামনে রেখে আপন বড় ভাই শহিদুল ইসলাম ছুট্টুকে (৩৮) শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আইনের হাতে তুলে দিলেন জনপ্রিয় কাউন্সিলর ও আগামীর চকরিয়া পৌরবাসীর স্বপ্নদ্রষ্টা জনাব জিয়াবুল হক। উক্ত বিষয়ে কাউন্সিলর জিয়াবুল হক বলেন, একজন জনপ্রতিনিধির কাজ হল সমাজের অসংগতি দূর করে জনকল্যাণে কাজ করা। আমি নিজে জনপ্রতিনিধি হয়ে নিজের ঘর শোধন করতে না পারি তাহলে সমাজের অসংগতি দূর করব কিভাবে? সেই লক্ষে চকরিয়া থানার ওসি হাবিবুর রহমানকে মুঠোফোনে অবহিত করি আপন বড় ভাই শহিদুল ইসলাম ছুট্টুর বিষয়ে। পরবর্তী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেনেসহ একদল পুলিশ পাঠায় মগবাজারস্থ আমার বাড়ির সামনে।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আমি নিজে আটক করে পুলিশের কাছে সোপার্দ করি।কিন্তুু দুঃখের বিষয় চকরিয়ার কর্মরত গুটিকয়েক সাংবাদিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সঠিক তথ্য না জেনে মনগড়া সংবাদ পপরিবেশন করেছেন।সাংবাদিকতা একটি মহান পেশা তাই সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের অনুরোধ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আগামীতে চকরিয়া পৌরসভার স্বপ্ন বাস্তবায়িত হলে জবাবদিহিতা মূলক টেকশই উন্নয়নের পাশাপাশি নাগরিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার, সুশাসন অপরাধ এবং মাদকমুক্ত মডেল পৌরসভা রূপান্তরে কাজ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। তিনি একজন একনিষ্ট খাদেম হিসেবে চকরিয়া পৌরবাসীসহ সর্বমহলের কাছে দোয়া কামনা করেছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত