
মহানগর প্রতিনিধিঃ
গত ২৬ শে অক্টোবর বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ কর্তৃক বিভাগীয় কার্যালয় অডিটোরিয়ামে এসোসিয়েশনের কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগের মৃত সম্মানিত কর্মকর্তাদের উদ্দশ্যে খতমে কোরান,মিলাদ মাহফিল ও কর্মকর্তা আর কে রুদ্রের পরিবারকে অনুদানের চেক হস্তান্তর অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা ও কবি মোঃ কামরুল ইসলাম।এসোসিয়েশন কার্যালয়ে লুবনা হুমায়ুন সুমির সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিকেএ কেন্দ্রীয় মহাসচিব ইস্কান্দার আলী হাওলাদার।প্রধান আলোচক ছিলেন বিভাগীয় সভাপতি লায়ন মোঃ দিদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম কারাগার পরিদর্শক আব্দুল মান্নান,কেন্দ্রীয় শিক্ষা সচিব বদরুল ইসলাম কনক,সাহিত্য ও সাংস্কৃতিক সচিব রেহান উদ্দিন,হাটাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ার ম্যান শামিমা আফরিন মুক্তি,বিভাগীয় সচিব কে এস আজিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-শিক্ষাখাতে বেসরকারী মাধ্যমে মান সম্মত ও গুনগত শিক্ষা সেবা নিশ্চিত করতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বদ্ধ পরিকর।শিক্ষা বিস্তারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন যেমন বর্তমান জনবান্দব সরকারকে সহযোগিতা করছে তেমনি কোন কঠোর নীতি আরোপ না করে বাংলাদেশ সরকার কিন্ডারগার্টেন এসোসিয়েশনকে সহযোগিতা করবে এবং এটাই কাম্য বলে প্রধান অতিথি মন্তব্য করেন।প্রধান আলোচক মোঃ দিদারুল ইসলাম বলেন প্রতিটি কিন্ডারগার্টেন প্রতিটি শিশুর মেধা বিকাশে এখন থেকে যত্নবান হবেন।অনুষ্টানের সভাপতি সকলকে সব ভেদাভেদ ভুলে আগামীতে কিন্ডারগার্টেন সমাজ ব্যবস্হাকে যাতে যুপগোযোগী করার যায় সেই দিকে ভুমিকা রাখতে সবাইকে সচেষ্ট হতে অনুরোধ করেন। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ডিআই জাহাঙ্গীর আলম,মোঃ মুক্তার হোসেন,মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী,মোঃ ফেরদৌস আলী,মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী,মোঃসাইদুল আলম,মোঃ শাহ আলম,মোঃ নুরুল পাশা এম এ মতিন,মোঃ নুরুল আবছার,শাহনাজ ইসলাম,মোঃরিদুয়ানুল হক,মন্জুশ্রী সেন,জেসমিন আফরোজা,মোঃ নজরুল ইসলাম,মোঃ জসিম উদ্দিন,রিক্তা বড়ুয়া,হ্যাপী ময়ী দে,এইচ এম দিদারুল ইসলাম,হাজী জসিম উদ্দিন মিন্টু,জাফর আহমেদ,এইচ এম মোজাম্মেল হক,মোঃ ইদ্রিছ মিয়া,রওশন আরা রুপা,মোঃ মুছা,মোঃ রায়হানুল ইসলাম,ফাতেমা বেগম,আকবর আহমদ,মিজানুর রহমান,মোছাম্মদ খালেদা আকতার,দেলওয়ার হোসাইন প্রমুখ।