টেকনাফের হ্নীলা উত্তর শাখা যুবদলের উদ্যোগে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

ফরিদ বাবুল, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টেকনাফ হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার উদ্যোগে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা নবগঠিত হ্নীলা উত্তর শাখা যুবদলের আহবায়ক মোঃ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মোঃ ইসহাকের পবিত্র কোরআন তেলোয়াত এবং সদস্য সচিব মামুনুর রশিদ হিরুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা উত্তর শাখা বিএনপির আহবায়ক আলী আহমদ মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী দিলদার আহমদ মেম্বার, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সদস্য সচিব মোঃ রফিকুল আলম চৌধুরী,সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ নুরুল আজিম সোহেল, বর্তমান যুগ্নআহবায়ক ফরিদ আহমদ বাবুল, আশ্রাফ আলী মিয়া, আবু তালেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মোক্তার হোসেন বাপ্পী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্নসম্পাদক নুরুল হুদা, উপজেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক জোবাইর ওসমান, মোঃ ইউছুপ।
এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইফুল ইসলাম, হ্নীলা উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম হৃদয়, শ্রমিক দলের সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, যুবদলের সিনিয়র যুগ্নআহবায়ক মোঃ ইসমাঈল, যুগ্নআহবায়ক আব্দুল্লাহ বিন কাদের, যুবদল নেতা আব্দুর রহিম, সরওয়ার কামাল, শামসুদ্দিন, মোহাম্মদ আলী, আলী আহমদ, সরওয়ার কামাল, মোঃ আলম জিয়া, মোঃ হাসান, মোঃ আমিন, আনোয়ার হোছাইন, মোঃ আলমগীর, রবিউল আলম, রিয়াজ উদ্দিন, আব্দুল আজিজ, মোঃ রাসেল, আনোয়ার, যুবদল নেতা সাইফুল ইসলাম, মোঃ আকরাম, হোয়াইক্যং দক্সিণ শাখা ছাত্রদল নেতা জুনাঈদ, হ্নীলা ছাত্রদল নেতা মোঃ শাহীন, ফাহিম বিন ইউনুছ, জুনাঈদ বিন ইউনুছ প্রমুখ। এতে বক্তারা বলেন, পেশীশক্তির জোরে ক্ষমতায় টিকে থাকা অবৈধ সরকারের পতন ত্বরান্বিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি নিশ্চিত করতে হলে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেতা শাহজাহান চৌধুরীর হাতকে শক্তিশালী করে দূর্বার সরকার পতন আন্দোলন শুরু করার আহবান জানানো হয়।
আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উপস্থিত নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত