
গোলাপগঞ্জ প্রতিনিধি :
এলাকার অসহায় মানুষের সেবার পাশাপাশি সমাজের উন্নয়নের লক্ষ্যে “গোলাপগঞ্জ আলোর বাতিঘর যুব কল্যাণ সংস্থা’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় চৈতালী রেস্টুরেন্টে গোলাপগঞ্জ পৌরসভা ও ১১ইউনিয়নের বিভিন্ন স্তরের সুশীল ব্যক্তিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ নুরুল ইসলামকে আহবায়ক ও সাংবাদিক হাবিবুর রহমানকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট ছয় মাস মেয়াদী আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন বাঘা ইউনিয়নের মুহবুবুল্লাহ লুৎফেগীর, গোলাপগঞ্জ সদর ইউপি’র মোঃরুবেল আহমদ, লক্ষ্মীপাশা ইউপি’র কামরান আহমদ, বুধবারী বাজার ইউপি’র জাহেদ আহমদ, ঢাকাদক্ষিণ ইউপি’র জালাল আহমদ চৌধুরী, লক্ষ্মণাবন্দ ইউপি’র ছদরুজ্জামান রুবেল, ভাদেশ্বর ইউপি’র শহীর উদ্দিন শরীফ, আমুড়া ইউপি’র রেজাউল করিম, বাদেপাশা ইউপি’র জহিরুল ইসলাম, শরীফগঞ্জ ইউপি’র সৈয়দ রাসেদ আহমদ। সভায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, সাজন আহমদ, সৈয়দ আলবাব হোসাইন, মোঃ হাছন আলী, কেরাম আহমদ বদরুল, মিজানুর রহমান,তামিম আহমদ প্রমুখ।