ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে কাপ্তাই এ শিক্ষার্থীদের নিয়ে অগ্নিনির্বাপক মহড়া।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে কাপ্তাই উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উদ্যোগে বুধবার(৬ নভেম্বর) কাপ্তাই শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অগ্নিনির্বাপক মহড়া এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অগ্নিনির্বাপক মহড়া এবং সচেতনতামূলক সভায় শিক্ষার্থীদেরকে কিভাবে অগ্নিকান্ড হতে রক্ষা, ভূমিকম্পণ হতে রক্ষা, পাহাড়ধ্বস রোধে করণীয়, বাসা বাড়ীতে সিলিন্ডার গ্যাসের ব্যবহার প্রভৃতি বিষয়ে সম্যক ধারণা এবং অবহিত করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সপ্তাহ এর উদ্বোধন করেন। কাপ্তাই ফায়ার সার্ভিস বিভাগের সিনিয়ার স্টেশন কর্মকর্তা মো: আব্দুল মান্নান আনসারীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক জসিম উদ্দিন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হানিফ, শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহেনা আক্তার।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত