র‌্যাব ১১ কুমিল্লা ক্যাম্পের অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক ;

শুক্রবার ভোর রাত আনুমানিক সারে ৩টিয় র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নেতৃত্বে চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন উনখিলা গ্রামের মোছাঃ লাভলী আক্তার (২৫), স্বামী- মোঃ আব্দুর রহিম এর বসত ঘরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মোছাঃ লাভলী আক্তারকে ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হয়। ২,২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয় তার কাছ থেকে। এবিষয়ে সিপিসি-২ এর সহকারী পরিচালক
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মুহিতুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামী চাঁদপুর জেলার শাহরাস্তি থানা এলাকার স্থায়ী বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত চাঁদপুর জেলার শাহরাস্তি থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আসামী বর্ণিত ঘটনার তারিখ ও সময়ে জব্দকৃত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রাখার কথা স্বীকার করেছে ।
এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত