
মোঃ নাজমুল সাঈদ সোহেল
চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চকরিয়া উপজেলার সীমান্ত লামা উপজেলার আওতাধীন ফাইতং ইউনিয়ন শাখার উদ্যোগে যথাযোগ্য মর্য়দায় ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যুবলীগের প্রতিষ্ঠিতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে। শুক্রবার বিকেলে ফাইতং ইউনিয়ন যুবলীগের অস্থায়ী কার্যালয়ে যুবলীগের প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে সমবেত যুবলীগের সকলস্তরের নেতাকর্মীদেরকে কেক খাইয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সুচনা করা হয়।
ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি থোয়াইংসানু মারমা সভাপতিত্বে ও যুুগ্ন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন শাহিনের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: হেলাল উদ্দিন বিএ, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ওমর ফারুক, শহিদুল্লাহ মিন্টু মেম্বার, মো.জুবাইর মেম্বার প্রমূখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।