পাঠানটুলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় প্রাত্তন ছাত্র – ছাত্রী সম্মেলন কমিটির সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

পাঠানটুলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় প্রাত্তন ছাত্র -ছাত্রী সম্মোলন কমিটির এক সভা গতকাল পাঠানটুলী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়
এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রথম ব্যাচের ছাত্র মোঃ হাসান আহসানুল কবীর সুজন।এতে বক্তব্য রাখেন মালেকা পারভীন বানু, সালমা জাহান মিলি,কাজী শাহরিয়ার আজিম দীপু,সরোয়ার এ আলম তৈয়ব, মোঃ ইলিয়াস সরকার, মোঃ আবদুল্লাহ,জুলেখা বেগম তানিয়া,সালাউদ্দিন সরকার সহ প্রমুখ।সভায় আগামী ২০২০ সালের ৪টা জানুয়ারি শনিবার ফয়েস লেকে দিনব্যাপী প্রাক্তন ছাত্র/ছাত্রীদের স্মৃতিচারন,সম্মাননা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে মোঃ হাসান আহসানুল কবীর কে আহবায়ক ও জুলেখা বেগম কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়।প্রাক্তন ছাত্র ছাত্রীদেরকে নিম্নের ফোন নম্বরে যোগাযোগ করে নাম রেজিষ্ট্রেশন করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।নাম্বার সমূহ হচ্ছে ০১৭১৬৫৬৫৫২৫,০১৭১৬৫৬৫৫২৮
০১৫৫৪৩২৪৯২৩,০১৮১৯৩১১৮০৮, ০১৬৮৫৬১৫৫৭০
০১৭৭০২৪৮৯৫৩ সভা শেষে সভাপতি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত