নগর ছাত্র সমাজের বর্ধিত সভায় আলহাজ্ব সোলায়মান আলম শেঠ কে চট্টগ্রাম ৮ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক

মোঃ এয়াকুব হোসেনঃ

চট্টগ্রাম মহানগর ছাত্র সমাজের বর্ধিত সভা অদ্য বিকাল ৫ ঘটিকায় চকবাজারস্থ দলীয় কার্য্যলয়ে নগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব ইয়াকুব হোসেন, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিঃএরশাদুল হক সিদ্দিকী, বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক আতা-ই-রাব্বী তানভীর। প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম ৮আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ ভাইয়ের নাম ঘোষণা করেন। তিনি বলেন এই আসন যেহেতু মহাজোটের তাই মহাজোটের প্রার্থী মাঈনুদ্দিন খান বাদল সাহেব মৃত্যুর পর এই আসনটি শূন্য হয়ে যাওয়ায় জাতীয় পার্টির পক্ষ থেকে এই আসনটি আমরাই দাবি করছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ স্যার সবসময় ছিলেন ও বিপদের সময় আপনার পাশে জাতীয় পার্টিই ছিল ও আগামীতে থাকবে ইনশাআল্লাহ।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর কমিটির সহ সভাপতি হাসান উদ্দিন আজিজি, জিয়াউর রহমান মুকুল, মোঃ আজম গণি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, আক্কাস উদ্দিন আকাশ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদ আলম, দফতর সম্পাদক তারিকুল ইসলাম ইমন, প্রচার সম্পাদক আরাফাত আলম কচি, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মামুন মিয়াজি, সমাজ কল্যাণ সম্পাদক মারুফুল আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহিম অনিক, তথ্য ও গবেষণা সম্পাদক তামজিদ ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান রাজু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খুরশিদ আলম, প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত