
মোঃ নাজমুল সাঈদ সোহেল
কক্সবাজার প্রতিনিধি :
চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাটের আমতলীর টেক নামক স্থানে বুধবার সকাল পৌনে ১২ টার দিকে কক্সবাজার মুখি কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর ব্যবহৃত পাজেরো জীপ চকরিয়া মুখি মোটর সাইকেলকে চাপা দিলে দুই আরোহী গুরুতর আহত হয়।
পথচারীরা তাদের উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে পাঠানোর পরবর্তী সময়ে ছাত্র লীগ নেতা পাভেলের মৃত্যু ঘটে বলে জানা গেছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরেক জনের পরিচয় জানা যায়নি। অনেকেই তাদের বাড়ি ডুলাহাজারা বলে ধারণা করছেন।
তবে একটি সুত্র নিশ্চিত করেছেন নিহত ব্যক্তি চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক পাভেল। মোটরবাইক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে মহেশখালী উপজেলা ছাত্রলীগ, গভীর শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।ঘটনাস্থল থেকে মোটর সাইকেল ও পাজেরো জীপ উদ্ধার করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ী হেফাজতে রাখা হয়েছে