প্রতিবন্ধী দম্পতীকে আয়-রোজগারের পথ করে দিল কাপ্তাই সদর জোন

নিজস্ব প্রতিবেদক

 

রাজস্থলী প্রতিনিধি

জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় দৃষ্টি ও শারিরিক প্রতিবন্ধী একটি দম্পতিকেআয়ের উৎস ব্যবস্থা করে দিলেন কাপ্তাই সদর জোন। বৃহস্পতিবার সকালে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ এমদাদুল হক প্রতিবন্ধী দম্পতিকে একটি সেলাই মেশিন বিতরণ করেন।

বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ এমদাদুল হক বলেন, দূর্গম পাহাড়ি এলাকাগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় সর্বাত্মক কাজ করছে। তাই পার্বত্য চট্রগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মাঝে শিক্ষা, চিকিৎসা, উন্নয়নমূলক সকল কর্মকান্ডে ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় একটি পরিবারের স্বামী ও স্ত্রী দুজনই প্রতিবন্ধী তাই পরিবারটিকে ঘুরে দাঁড়ানোর জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

সেলাই মেশিন পাওয়া দৃষ্টি প্রতিবন্ধী উখ্যাইচিং মারমা জানান, আমি এবং আমার স্ত্রী দুজনই প্রতিবন্ধী, আমাদের সংসারে আয়ের উৎস হিসেবে কিছুই নাই, খেয়ে না খেয়ে জীবিকা নির্বাহ করছি।সেনাবাহিনীর কাপ্তাই সদর জোনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিবন্ধী দম্পতি বলেন, এই সেলাই মেশিন দ্বারা তারা দৈনন্দিন একটা আয়-রোজগারের উৎস খুঁজে পাবার স্বপ্ন দেখছেন এবং স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন।

এসময় উপস্থিত ছিলেন, বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ আনিসুর রহমান, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা, রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, , ইউপি সদস্য, মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক অপু দে প্রমুখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত