
শহিদুল ইসলাম মহেশপুরঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০৮ বোতল ফেন্সিডিল ও একটি ট্রাক সহ ২ ফেন্সি ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। জানা গেছে ২৪ নভেম্বর রাত ৯ ঘটিকায় মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম গোপন সংবাদে জানতেবজবজ পারে ফলের কার্টুনের মধ্যে একটি ট্রাক যোগে ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিত্বে ওসির দিক নির্দেশনায় থানাধীন দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই তারিফুল ইসলাম, এ এস আই তারিকুল ইসলাম ও এ এস আই হুমায়ন কবীর সঙ্গীও ফোর্স সাথে নিয়ে দত্তনগর পুলিশ ফাঁড়ির সংলগ্ন জিন্নানগর দিক দিয়ে ছেড়ে আসা যশোর ট – ১১-০৫৭৩ নং- একটি ট্রাক আটকিয়ে ট্রাকের ভিতরে রাখা একটি ফলের কার্টুনের মধ্য থেকে ১০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় ট্রাক ড্রাইভার সুমন সরকার (২৭), ও হেলপার আনোয়ার মন্ডল (২৩) কে আটক করা হয়। তাদের বাড়ি উপজেলার এস বিকে ইউপির ভালাইপুর গ্রামে। এব্যাপারে ঐ রাত্রেই মহেশপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। যার নং- ৫০।