লালপুরে ট্রেনে কেটে এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে ট্রেনে কেটে আকবর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার পুরাতন ঈশ্বরদীর মাজদিয়া গ্রামের মৃত আলেক আলীর ছেলে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনে আজিমনগর রেলওয়ে ষ্টেশনের দক্ষিণে গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে এই ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আকবর আলী মানসিক ভারসাম্যহীন। সে ৪ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ তাকে এই অবস্থায় পাওয়া গেল। রেলওয়ে পুলিশের এসআই আমিরুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠনো হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত