
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
ইঁদুরের অত্যাচার দিনকে দিন বেড়েই চলছে বলে জানান নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারের বিভিন্ন ব্যাবসায়ী ও স্থানীয় দোকানদাররা । আজ মঙ্গলবার(২৬নভেম্বর) সকালে ১৬টি ইঁদুর মারা পড়েছে বাজারের এক মুদি দোকানে। উক্ত দোকানের মালিক শামসুল ইসলাম বলেন, সকালে গোডাউন খুলেই দেখি আনাচে কানাচে ইঁদুর সদায় নষ্ট করছে এসময় আমি ও পাশের দোকানদাররা একত্রে হয়ে ১৬টি ইঁদুর মারছি। প্রায় প্রতিদিন আমার সহ আশপাশের সকল দোকানে ইঁদুর অত্যাচার করেই চলছে। স্থানীয় কলা ব্যবসায়ীরা বলেন, আমাদের গোদাম ঘরে প্রায় দিনই ১০-১৫ হালি করে কলা ইঁদুরে নষ্ট করে এতে আমাদের ব্যবসায় লোকসান দেখা দেয়, ইঁদুরের অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে পরছি।