
আকবর শাহ্ থানা প্রতিনিধিঃ
আজ আকবরশাহ্ থানা পুলিশ কর্তৃক সিটি গেইট পুলিশ চেকপোষ্টে অবৈধ চোরাচালানকারী, অস্ত্র, মাদক উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের নিমিত্তে সন্দেহভাজন লোকদের তল্লাশীকালে এসআই/মোঃ আমিরুল ইসলাম খান ১) রনজিত আচার্য্য (৫২), পিতা- রায়মোহন আচার্য্য, মাতা- আশা লতা আচার্য্য, স্বামী/স্ত্রী- শেপালী আচার্য্য,সাং-নেতাজি নগর,সুপারীপাড়া,ডাক-বেলী,থানা-বেলী,হাওড়া,কলিকাতা,ইন্ডিয়া,পাসপোর্ট-J4843812 নামীয় সক্রিয় সোনার বার চোরাচালানকারী ব্যবসায়ীকে ০২(দুই) টি স্বর্ণের বার, ওজন-১৯ ভরি ০১ আনা, মূল্য-৯,৫০,০০০ (নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। ০১টি ইন্ডিয়ান পাসপোর্ট, নগদ-২,০০০(দুই হাজার) ইন্ডিয়ান রুপি ও ৩,০০০/- (তিন হাজার)টাকার বাংলাদেশী নোট এবং ০১টি ইউনিক বাসের টিকেটসহ জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় যে, উক্ত আসামী চোরাকারবারী, সে নিয়মিতভাবে বাংলাদেশ হইতে অবৈধ স্বর্নের বার চোরাচালানের মাধ্যমে ইন্ডিয়ায় (ভারতে) নিয়ে অবৈধভাবে ব্যবসা করিতেছে। সে ইতিপূর্বেও বেশ কয়েকবার অবৈধভাবে স্বর্নের বার ইন্ডিয়ায় নিয়ে গিয়েছিল এবং পূর্বের ন্যায় অত্র মামলার ঘটনার তারিখ পুলিশের নজরধারী এড়ানোর জন্য সুকৌশলে চট্টগ্রাম শহরের প্রধান সড়ক সিটি গেইটের পূর্বে পুলিশের তল্লাশী দেখিয়া ইউনিক পরিবহন বাস হইতে নামিয়া যায় এবং পরবর্তীতে ভোর বেলায় পায়ে হেঁটে সিটি গেইট অতিক্রম করিতেছিল। উদ্ধারকৃত সোনার বার সংক্রান্তে আকবরশাহ্ থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।