বোয়ালখালীতে মোটর সাইকেল চুরির অভিযোগে চেয়ারম্যান পুত্র’সহ আটক-২

নিজস্ব প্রতিবেদক

রিপন চৌধুরী :

বোয়ালখালীতে মোটর সাইকেল চুরির অভিযোগে ফরহাদ আলম ও ফারদিন নামের দু’ যুবক’কে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় পশ্চিম শাকপুরা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানায় পুুুুলিশ।
পুলিশ সূত্রে জানাযায় গত তিন মাস আগে পটিয়া থানায় দায়েরকৃত একটি অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ ফরহাদ আলম (৩৫) ও ফারদিন (১৯) নামের দু’যুবক’কে আটক করা হয়েছে। আটককৃত ফরহাদ শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুুুল মন্নান মোনাফের পুত্র। অপরজন একই এলাকার আবদুল কাদেরর পুত্র। এ নিয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ পি পি এম তাদের আটকের সত্যতা স্বীকার করে বলেন- জিজ্ঞাসবাদে তারা দাবী করেন চোরাইকৃত এ মোটর সাইকেল অন্যজনের কাছ থেকে তারা কিনে নিয়েছেন,এটা যে চোরইকৃত তারা সেটা জানতেন না।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত