
কাপ্তাই প্রতিনিধিঃ
ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে কাপ্তাই উপজেলা আ’লীগ এবং এর সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা সভায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ বলেন, শান্তিচুক্তির ২২ বছর পেরিয়ে গেলেও এখনোও পাহাড়ে অবৈধ অস্ত্রের ঝনঝনানি রয়েছে। পাহাড়ে আঞ্চলিক দলগুলো সাধারণ জনগণকে জিম্মি করে চাঁদাবাজ ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাই এই সব অবৈধ অস্ত্র প্রত্যাহার ও জমা এবং চাদাঁবাজি বন্ধ না হলে পার্বত্য শান্তিচুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়ন কখনো সম্ভব না। নেতৃবৃন্দ আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যঞ্চলের যে ঐতিহাসিক শান্তি চুক্তি সাক্ষর করেছে তা বিশ্বের ইতিহাসে বিরল। তাই পাহাড়ী – বাঙ্গালীর অবিসংবাদিত নেতা দীপংকর তালুকদারকে সাথে নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে শান্তিচুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়ন সহ পার্বত্যঞ্চলে শান্তি ফিরিয়ে আনবো।
শান্তিচুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে সোমবার(২ ডিসেম্বর) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা আ’লীগ এবং এর অঙ্গ সংগঠনের আয়োজনে বর্নাঢ়্য আনন্দ শোভাযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক, বড়ইছড়ি বাজার এবং উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হন। উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে এসময় রাংগামাটি জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: হানিফ, কাপ্তাই উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সাবেক সহ সভাপতি ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, সাবেক সহ সভাপতি বিদর্শন বড়ুয়া, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন আ’লীগের সভাপতি ইলিয়াছ মিয়া, সম্পাদক কামরুল ইসলাম, ২ নং রাইখালী ইউপি আ’লীগের সভাপতি মংক্য মারমা সম্পাদক ইউসুফ তালুকদার, ৩ নং চিৎমরম ইউপি আ’লীগ সভাপতি নেথোয়াই মারমা, সম্পাদক মো: আলম, ৪ নং কাপ্তাই ইউপি আ’লীগ সভাপতি কাজী সামসুল ইসলাম আজমীর সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি বাদল, ৫ নং ওয়াগ্গা ইউপি আ’লীগ সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা সম্পাদক অমল কান্তি দে, উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী মনোয়ারা জাহান, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: নাছির উদ্দিন, সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুধীর তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মানিক, ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, সম্পাদক এ আর লিমন সহ আ’লীগ এবং এর অঙ্গসংগঠন সমুহের জেলা, উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।