
৩০/১১/২০১৯ তারিখ আনুমানিক দিনের ৩.০০টার সময় #মোজাক্কির_উল্লাহ (১১)নামে একটি ছেলে নিখোঁজ রয়েছে।তার পিতার নাম -রেজাউল করিম চৌধুরী,মাতা-উম্মে কুলসুম। নিজ বাড়ি -নলকন্দা,পো:-চরকানাই,থানা :পটিয়া,চট্টগ্রাম। বাসা -বাবুল সাহেবের বিল্ডিং, ১নং রোড কল্পলোক আবাসিক এলাকা, বাকলিয়া, চট্টগ্রাম।
পারিবারিক সূত্রে নিখোঁজ হওয়া ছেলের বাবা বলেন তার ছেলে প্রায় এক বছর ধরে দারুল কুরান মোহাম্মদিয়া মাদ্রাসায় হাফেজি পড়ছেন।সদ্য ৩০ পারা কুরান শেষ করে হেফজ শুরু করেছেন।অত্র মাদ্রাসাটি কল্পলোক আবাসিক,বাকলিয়া থানার অন্তর্গত অবস্থিত।নিখোঁজ হওয়ার ঘটনাটি ৩০নভেম্বর দুপুরে বাসায় ভাত খেতে আসলে খাওয়া শেষে মাদ্রাসায় যাওয়ার জন্য ঘর থেকে বের হয়,তার ২-৩ঘন্টা পর খবর নিলে মাদ্রাসা কতৃপক্ষ বলেন সে মাদ্রাসায় আসেনি।এরপর খোজাখুজি করলে কোন ধরনের সংবাদ না পেয়ে পিতা একটি অভিযোগ করেন বাকলিয়া থানায়।জি.ডি নম্বর-২৯,০১/১২/২০১৯। ১১বছরের ছেলে হারিয়ে মা-বাবার কান্নায় এলাকার আশেপাশে ভারি হয়ে গেছে। সকলের কাছে অনুরোধ ছেলেটির কোন সন্ধান পেলে তার পরিবারের নাম্বারে যোগাযোগ করুন-মোবাইল নাম্বার-০১৮৩২৩৭৫১৯৯