
মোঃ নাজমুল সাঈদ সোহেল
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার জেলাও দায়রা জজ পরিবর্তন নতুন দ্বায়িত্বে খন্দকার হাসান মোঃ ফিরোজ।
কক্সবাজারের জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমকে রাজশাহীর জেলা ও দায়রা জজ হিসাবে বদলি করা হয়েছে। মুন্সীগন্ঞ্জের নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক খন্দকার হাসান মোঃ ফিরোজকে কক্সবাজারের নতুন জেলা ওদায়রা জজ হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। গত ৩ সেপ্টেম্বর ৫৬১ নং স্মারকে আইন ও বিচার বিভাগের বিচার শাখা – ৩ এর প্রশাসন-১ এর উপ সচিব মোঃ মাহবুবার রহমান সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারী করা হয়। একই আদেশে উল্লেখিত ২ জন জেলা জজসহ ৭জন একই পদ মর্যাদার বিচারককে দেশের বিভিন্নস্থানে বদলী করা হয়েছে এবং বদলীকৃত বিচারকদের স্ব স্ব বদলীকৃত স্থানে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে বলা হয়েছে।
উল্লেখ্য, বদলীকৃত কক্সবাজারের জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম বিগত দু’বছর ধরে অত্যন্ত দক্ষতা, সততা ও সুনামের সহিত কক্সবাজারে জেলা ও দায়রাজজের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঢাকায় একটি মসজিদ কমিটির সফলভাবে দায়িত্বপালন করছেন এবং সেই মসজিদ কমিটির পক্ষ হতে তিনি রোহিঙ্গা শরনার্থীদের জন্য ৫ লক্ষ টাকা অনুদানের চেক তৎকালীন কক্সবাজারের জেলা প্রশাসককে হস্তান্তর করেন। তাঁর বর্তমান বদলীকৃত স্হানও হচ্ছে একটি বিভাগীয় সদর। যা তাঁর জন্য দক্ষতা, সততা ও সফলতার পুরস্কার। তিনি কক্সবাজার আসার আগে বিচার বিভাগীয় প্রশাসন ইনষ্টিটিউটেও অন্ত্যন্ত সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন।বদলীকৃত জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম বিচারপ্রার্থীদের সুবিধার্থে জলা জজ আদলত ভবনে নিজস্ব উদ্যোগে হেল্পডেস্ক কক্ষ স্হাপন করেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় জেলা লিগ্যাল এইডের কার্যক্রম গতিশীলতা লাভ করে এবং জেলা লিগ্যাল এইড কার্যক্রম দেশের দ্বিতীয় আদর্শ লিগ্যাল এইড জেলা হিসাবে স্বীকৃতি পায়। ফলে গরীব, অসহায়, নিঃস্ব ও অস্বচ্ছল বিচারপ্রার্থীরা সহজে ও বিনামূল্যে বিচার লাভ করছে।