
রিপন চৌধুরীঃ
বোয়ালখালীতে নিজ ঘরে ঢুকে এক পোশাক কারখানার নারী শ্রমিককে অপহরণের সময় হাতে-নাতে শিমুল পাল নামের এক হিন্দু যুবক আটক হয়েছে। গত রোববার সন্ধ্যায় পৌর সদরের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আটক যুবক বোয়ালখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের সুবোত পালের পুত্র বলে জানা গেছে।
এ ঘটনায় শামীম আকতার নামের এ শ্রমিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। থানায় দায়েরকৃত এজাহারে বাদী দাবী করেণ- নগরীর একটি পোশাক কারখানায় কাজ করার সুবাধে দীর্ঘদিন ধরে তিনি শহরে থাকেন। এ সময় লম্পট শিমুল প্রতিনিয়তই মোবাইলে তাকে উত্যেক্ত এবং নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল। ইত্যেবসরে তার মা-বাবা তার বিয়ে ঠিক করায় সে গত শনিবার পৌর সদরের এ বাসায় আসেন। এ খবর পেয়ে শিমুল পরদিন সন্ধ্যায় একটি সি এন জি নিয়ে এ বাসায় এসে তাকে অপহরণের চেষ্টা চালায়। এক পর্যায়ে বাসায় ঢুকে তাকে টানা-হেচড়া ও শ্লীলতাহানি করে। পরে আশপাশের লোকজন তাকে আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ নিয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উলাহ পি পি এম বলেন- এ ঘটনায় সংশ্লিষ্ঠ ধারায় মামলা হয়েছে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।