
শহিদুল ইসলাম মহেশপুরঃ
১৬ই ডিসেম্বর সকাল ৮ ঘটিকায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ এ্যাডঃ আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চলের উপস্থিত্বে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় পালন উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে জাতীয় সংগিত পরিবেশন , পতাকা উক্তলোন ও কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবসটি পালন করা হয়েছে। এসময় উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, সংবাদ কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক/শিক্ষিকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।