মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া বাইক লাভার্সের দিনব্যাপী কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাইকারদের একমাত্র সংগঠন রাঙ্গুনিয়া বাইক লাভার্স এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‍্যালী ও সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম আহসান হাবিব সাজ্জাদ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া মাহফিল সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে সোমবার(১৬ডিসেম্বর) সকালে উপজেলার দোভাষী বাজার শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে দিনের শুভ সূচনা করে। দুপুর ১২টায় মহান বিজয় দিবস উপলক্ষে মোটরবাইক র‍্যালী চন্দ্রঘোনা হতে শুরু হয়ে কাপ্তাই প্রশান্তি পার্কে গিয়ে শেষ হয়। এসময় সংগঠনের প্রায় শতাধিক সদস্য র‍্যালীতে অংশ নেয়।
পরে প্রশান্তি পার্ক জামে মসজিদে সংগঠনের প্রতিষ্ঠাতা আহসান হাবীব সাজ্জাদ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত