মহেশপুর লেবুতলা সীমান্তে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

শহিদুল ইসলাম মহেশপুর:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের যাবদপুর ইউপির লেবুতলা গ্রামে মাঠের ভুট্টাক্ষেত থেকে তরিকুল ইসলাম (৪২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, ১৮ই ডিসেম্বর সকাল ৭টার দিকে উপজেলার লেবুতলা সীমান্তে তরিকুল ইসলাম নামের এক গরু ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। নিহত তরিকুল উপজেলা বাঁশবাড়ীয়া ইউপির পাঁচপোতা গ্রামের আয়ুব আলীর ছেলে। এলাকাবাসী আরো জানান তরিকুল সহ কয়েকজন ভারত থেকে গরু আনা-নেয়ার কাজ করতো। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান কী কারনে তার মৃত্যু হয়েছে বিষয়টি এখনও জানা যায়নি। তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য পুলিশ ঝিনাইদহ মর্গে প্রেনর করেছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত