নবমবারের মতো আ’লীগের সভাপতি শেখ হাসিনা ও পুরনায় সম্পাদক ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

বিশেষ প্রতিনিধিঃ
কাজী খলিলুর রহমান: কাউন্সিলে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হয়েছেন। এটি আওয়ামী লীগের ২১তম কাউন্সিল। আওয়ামী লীগের সভাপতি হিসেবে টানা নবমবারের মত দায়িত্বপালন করবেন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক হিসেবে টানা দ্বিতীয়বারের মত দায়িত্ব পালন করবেন ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সিদ্ধান্ত আসে। কাউন্সিলে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সমর্থন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযুষ ভট্টাচার্য। পরবর্তীতে এটি কণ্ঠভোটে পাস হয়। অন্যদিকে, জাহাঙ্গীর কবির নানক ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। সমর্থন করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে ৩৮ বছর ধরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, ওবায়দুল কাদের ২০১৬ সাল থেকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত