রাঙ্গুনিয়ায় পুলিশের একাধিক অভিযানে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

মোঃ আব্দুল্লাহ্, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুলিশের পৃথক পৃথক অভিযানে মদ ও ইয়াবাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একাধিক নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০০ লিটার মদ ও ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতরা হলেন- বেলাল বিন সাত্তার, পারভেজ, ফারুখ, আব্দুল শুক্কুর, সালাউদ্দীন ও রবিউল হোসেন। তারা প্রত্যেকে রাঙ্গুনিয়া থানার স্থানিয় বাসিন্দা বলে জানা যায়। পুলিশের এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন এসআই মুহাম্মদ ইসমাঈল হোসাইন, এসআই সুমন কুমার দে, এএসআই মোঃ সোহেল এবং এএসআই এম মকছুদ। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের এ অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে আরো জানানো হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েলের মাধ্যমে তাদের প্রত্যেককে আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল শুক্কুর, বেলাল বিন সাত্তার ও পারভেজ এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন আছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত