তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ যুগ্ম সম্পাদক হওয়ায় রাঙ্গুনিয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক

মোঃ আব্দুল্লাহ্, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

২১ ডিসেম্বর শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আওয়ামীলীগের ২১তম কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় কমিটিতে তথ্যমন্ত্রী যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় রাঙ্গুনিয়ায় আনন্দ মিছিল করেছে রাঙ্গুনিয়া আওয়ামীলীগ ও এর বিভিন্ন অংগ সংগঠন। ২২ ডিসেম্বর রবিবার সারাদিন রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে ব্যানার নিয়ে আনন্দ মিছিল বের করে নেতাকর্মীরা। উপজেলার ইছাখালী, সরফভাটা, পদুয়া, রাজারহাট,উত্তর রাঙ্গুনিয়া, শান্তিরহাট, রাঙ্গুনিয়া কলেজ গেইটসহ বেশ কয়েকটি স্থানে এ আনন্দ মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা একে অন্যকে মিষ্টি মুখ করান। এছাড়া ফেসবুবকসহ বিভিন্ন সোসাল মিডিয়ায় রাঙ্গুনিয়ার জনসাধারণ মন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। উল্লেখ্য চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ১৯৬৩ সালের ৫ জুন জন্মগ্রহণ করেন ড. মোহাম্মদ হাছান মাহমুদ। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ২৮৪ নং (চট্টগ্রাম-৭) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন,২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালের ২৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি। এরপর জানুয়ারি ২০১৯ তিনি বাংলাদেশের তথ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। হাছান মাহমুদ ১৯৯৬-২০০১ সময়কালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। ২০০৮-২০১৪ সালে চট্টগ্রাম-৭ আসন থেকে জাতীয় সংসদ সদস্য ছিলেন তিনি। ২০০৯ সালের জানুয়ারিতে শেখ হাসিনার মন্ত্রিসভায় তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। পরে তাকে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী করা হয়। ২০১১ সালের নভেম্বর মাসে তাকে পরিবেশ ও বন মন্ত্রীর পুরোপুরি মন্ত্রী হিসাবে পদোন্নতি দেওয়া হয় এবং ২০১৩ সালের শেষ অবধি এই পদে দায়িত্ব পালন করেন ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত