আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে বৃহত্তর চট্টগ্রাম থেকে ৮ জনের স্থান

নিজস্ব প্রতিবেদক

আজকের কর্ণফুলী ডেস্কঃ

আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে বৃহত্তর চট্টগ্রামের ৮ জন স্থান পেয়েছেন। তবে এখনও সাতটি পদ শূন্য রয়েছে। এসব পদের মধ্যে চট্টগ্রামের দুয়েকজন থাকতে পারেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ধানমন্ডিতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ২য় দফায় কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অধিবেশনে প্রথম দফায় ঘোষিত কমিটির ৫১ সদস্যের উপদেষ্টা পরিষদে সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন ও প্রণব কুমার বড়ুয়াকে পুনরায় একই পদে রাখা হয়। প্রেসিডিয়াম সদস্য হিসেবে স্বপদে বহাল রাখা হয় মীরসরাইয়ের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে। প্রচার ও প্রকাশনা সম্পাদক থেকে পদোন্নতি দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় রাঙ্গুনিয়ার এমপি ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে। পদোন্নতি দিয়ে উপ দপ্তর সম্পাদক থেকে দপ্তর সম্পাদক করা হয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত