
মোঃ কাামরুল ইসলামঃ
গতকাল ছিল অনন্য সুন্দর মুখরিত একটি দিন।হৃদয় টিভি কর্তৃক আয়োজিত অভিজাত রেস্ততোরা ড্রিম অডিটোরিয়ামে প্যানেল সভাপতি,চীফ এডমিনের জম্ম দিন,স্মৃতিচারন ও ভবিষৎ পরিকল্পনা বিষয়ক সভা নাঠ্য ব্যক্তিত্ব,হৃদয় টিভি ব্যবস্হাপক তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ফোরাম আহবায়ক শিব্বির আহমেদ যুক্তিবাদী,কবি ও লেখক
মোঃ কামরুল ইসলাম,হৃদয় টিভি সহ-ব্যবস্হাপক
উপাধ্যক্ষ সেলিনা রহমান,সাইফুর রহমান, কামাল উদ্দিন,গিয়াস উদ্দিন সহ প্রমুখ।হৃদয় টিভির আগামির সৃজনশীল কর্মকান্ডের প্রতি সমর্থন ব্যক্ত করেন শিব্বির আহমেদ যুক্তিবাদী।মোঃ কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন সাহিত্য সংস্কৃতি তেমন কিছু না হলেও বাস্তবে তা মানব চরিত্রের প্রতিচ্ছবি।তিনি আগামীতে প্রতিটি মানব উন্নয়ন মুলক কর্মকান্ড সহ প্রতিটি ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।দুপুরের মধ্যান্হভোজ বিরতি শেষে এক মনোমুগ্ধকর পরিবেশে নাচ,গান, কৌতুকে
পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন আলমগীন বাবু,মৌ, নিলাদ্রী বিশ্বাস,জেনিসা,আমরিন,তুলি সহ অনেকে।একক অভিনয়ে দর্শকদের মনে আনন্দ দেয় অভিনয় শিল্পী রুপা।পুরো দিন ব্যতিক্রম আয়োজনে আনন্দে পুরো অডিটোরিয়াম মাতিয়ে রাখেন হৃদয় টিভির বিভিন্ন কলা কৌশুলী বৃন্দ।পরিশেষে সভাপতির বক্তব্যে তাসলিম হাসান হৃদয় বলেন চ্যানেল টি এই পর্যন্ত যতগুলা নাটিকা, ম্যাগাজিন সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেছে প্রতেক টি কাজ ছিলো শিক্ষনীয় ও সমাজ সচেতনতা মুলক। তিনি আশা করেন সামনে চ্যানেলে এমন সব শিক্ষনীয় কাজের পাশাপাশি সমাজ সেবামূলক ও সচেতনামুলক কার্যক্রমের মাধ্যমে দেশ
ও জাতির সেবায় এগিয়ে আসবে।