রাইখালীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধি:

ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বাসিমং মারমা (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবা(৮ জানুয়ারী) দুপুরে কাপ্তাই উপজেলাধীন দূর্গম রাইখালী ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় এঘটনা ঘটে।
নিহত বাসিমং মারমা একই ইউনিয়নের গবাছড়াধীন আগাপাড়া এলাকার কেওচিং প্রু মারমার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বাসিমং রাজস্থলী ইউনিয়নের বাঙ্গালহালিয়া থেকে গবাছড়ার কার্বারী ক্যাচিং মং মারমাকে নিয়ে উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ি এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে রাইখালী ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় পৌঁছালে কার্বারীকে লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক বাসিমং নিহত এবং কার্বারী গুলিবিদ্ধ হয়। ঘটনার পরপরই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে, ঘটনার পর খবর পেয়ে বাঙ্গাহালিয়া আর্মি ক্যাম্পের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় গিয়ে গুলিবিদ্ধ কার্বারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এব্যাপারে সন্ধ্যা প্রায় ৬টায় যোগাযোগ করা হলে চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ এইমাত্র লাশ উদ্ধার করেছে। হামলার সাথে কারা জড়িত এখনোও তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত